স্বাবলম্বীকরণ প্রকল্প-৮
এবার ২৬জন দরিদ্র পুরুষ ও ১৫ জন বিধবা নারীসহ মোট ৪১ জন অভাবীকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
🟩 স্থান: কুড়িগ্রাম
🟩 বিতরণের তারিখ: ২১-৩-২০২২
🟩 উপকারভোগী: পুরুষ ২৬ জন; বিধবা নারী ১৫ জন। মোট ৪১ জন।
🟩 মোট ব্যয়: ৭ লক্ষ ২৬ হাজার ৯০ টাকা।
দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা ও হালাল উপার্জনে উৎসাহিত করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশন নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এরই অংশ হিসেবে দেশজুড়ে ২০ জেলায় প্রায় ১২ শত দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরণের উপার্জন উপকরণ প্রদান করা হচ্ছে। উপকরণ প্রদানের আগে ২ মাস দীনি ও নীতি-নৈতিকতা বিষয়ক প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা হয়েছে।
নির্ধারিত ২০ জেলা থেকে অবৈতনিক স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য অফিস থেকে পাঠানো কর্মীদের মাধ্যমে যাচাই করে উপকারভোগী নির্ধারণ করা হয়। এই প্রকল্পে স্বাবলম্বীকরণ উপকরণ-ব্যয় যাকাত তহবিল থেকে প্রদান করা হচ্ছে; আনুষাঙ্গিক খরচ স্বাবলম্বীকরণ তহবিল এবং সাধারণ ফান্ড থেকে বহন করা হচ্ছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাকাত তহবিলে অনুদান পাঠাতে পারেন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে।
একটি মন্তব্য পোস্ট করুন