রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



আপনি মুসলিম হলেও বাঙালী সংস্কৃতি পালন করতে পারেন। উসামা নিউজ ২৪


হুম আপনি অবশ্যই বাঙালী সংস্কৃতি (পহেলা বৈশাখ) উদযাপন করতে পারবেন.! 

তাতে কোনো অসুবিধে নেই তবে নিজেকে মুসলিম মনে করে থাকলে আগে অবশ্যই যাচাই করতে হবে, উক্ত সংস্কৃতি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আপনি একজন মুসলিম হিসেবে তা পরিত্যাগ করা অতি আবশ্যক। 

আর যদি ইসলাম সমর্থিত হয় তাহলে এক বাক্যে কোন অসুবিধে নেই।

_________________________________

 যে বিষয় গুলো সাংঘর্ষিকঃ

১.মুর্তি/প্রতিমা তৈরি করা। (হুতুম প্যাঁচা-বাঘ- মোটিফ৷ ইত্যাদী)  যা বানানো হয়ে থাকে।

২.হাতে সুতোর রাখী পরা।

৩.উল্কি করা।

৪.পর নারী পুরুষ একজন আরেকজন কে দেখা। 

৫.রঙ লাগানো। 

৬. এমন কিছু কাজ যা ভিন ধর্মের বা জাতির সাথে সাদৃশ্য। 

৭.প্রকৃতির নিকট মঙ্গল কামনা করা।

এগুলো স্পষ্ট শিরক - ইত্যাদি ইত্যাদি। 

সংগ্রহীত 



নিজেকে মুসলিম দাবি করে থাকলে মিলিয়ে দেখুন।

0/আপনার মতামত জানান