রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টার দের মাঝে ভয়াবহ মারামারি। আহত ৪


 উসামা নিউজ ২৪

সাম্প্রতিক সময়ে ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা হিসেবে রুপ নিয়েছে সারা বিশ্বজুড়ে । দিনের পর দিন বেড়েই চলছে এর প্রতি মানুষের আগ্রহ।  থেমে নেই খেলা ধোলার ধুম। সারা বিশ্বজুড়ে দুটি দেশের (আর্জেন্টিনা এবং ব্রাজিল)  নাম কেন্দ্র করেই ফুটে উঠেছে সবার মাঝে দু জন মহা- অধিনায়ক বা তারকা 

যাদের এক জনের নাম মেসি ও আরেক জনের নাম নেইমার হিসেবেই খ্যাত সবার মাঝে। তাদের সাপোর্টার বা ভক্তবৃন্দ শুধু  সারা বাংলাদেশ জুড়েই নয় বরং সারা বিশ্ব জুড়েই রয়েছে। 

আর্জেন্টিনা ও ব্রাজিল দু দেশের দু মহা নায়ক বা তারকা মেসি এবং নেইমার, তাদের মাঝে রয়েছে সুসম্পর্ক বা বন্ধুত্বের বাধন। তবে তাদের দুজনের মধে সুসম্পর্ক থাকলেই সুসম্পর্ক নেই তাদের দু জনের ভক্ত বা সাপোর্টার দের মাঝে। ছিন্ন হয়ে যাচ্ছে অনেক আত্মিয়ার বাধন। ভাই ভাইয়ের সাথে ,বা ছেলে বাবার সাথে লেগে যাচ্ছে ঝগড়া বিবাদ। শুধু এ দুটি দল আর্জেন্টিনা এবং ব্রাজিল কে কেন্দ্র করেই 

গত মঙ্গলবার (৬জুন) বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের উভয় সাপোর্টার দের মাঝে তর্ক বির্তক হয়। তবে তার কিছুক্ষণ পর তর্ক বির্তক এর রুপ নেয় ভয়াবহ। স্থানীয় লোক জন এসে তাদের মাঝে ফায়সালা করে দেয়। 

কিন্তু সন্ধ্যা বেলায় ব্রাজিলের  সাপোর্টা একজনের চাচা কে বাজারে একা পেয়ে আর্জেন্টিনার কয়েক জন মিলে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে। পরবর্তী তে  সেই আহত ব্যাক্তি কে ব্রাক্ষ্মনবাড়িয়ার বড় একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার ও পরিজনের সদস্য রা। 

কিন্তু তার পর পর রুপ ধারণ করে খুবই ভয়াবহ, ব্রাজিলের সাপোর্টার এর চাচা কে মারধর করাতে ব্রাজিলের সাপোর্টাররা খেপে গিয়ে আর্জেন্টিনা সাপোর্টার দের তিন জন কে পিটিয়ে ভয়াবহ আহত করে ফেলেছে ব্রাজিল সাপোর্টার রা।

এতে প্রায়  চার জন আহত হয়েছে। আহত ব্যাক্তি রা আপাতত ব্রাক্ষ্মনবাড়িয়া বড়ো একটি হসপিটালে সবাই একসাথেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে 

এ ঘটনা গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাক্ষ্মণবাড়িয়া থানার ওসি এহসানুল ইসলাম পুলিশ প্রশাসন পাঠিয়ে দেন। এ বিষয় টি তদন্ত করা হবে এবং সঠিক ভাবে বিশ্লেষণ করে দোষীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ব্রাক্ষ্মণবাড়িয়া থানার ওসি এহসানুল ইসলাম। 

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এসব ঘটনা বহু রুপে বিদ্যমান রয়েছে।  আহ আফসোস বড়ো আফসোস হয় এদের মতো কিছু নিচুস্তর এর লোকজন এর জন্য। 

1/আপনার মতামত জানান

  1. I got the new the king casino no deposit bonus【Malaysia】
    【 William】pinterest septcasino in communitykhabar 2021, the ventureberg.com/ king casino 바카라 사이트 no deposit bonus,【WG98.vip】⚡,taylorlancer,taylorlancer,golfking.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন