নিজেকে নিজের ভালোবাসার চাদরে ঢেকে নিতে হবে।______________________________________________________________________________________________________________________________________
কবি: : মুহাম্মদ ইমরান হোসেন
আশার আলো ডুবে গেলেই কি সব শেষ হয়ে যায়?
অন্ধকার থেকে আলোর অপেক্ষায় বেঁচে থাকা কি!
কিছুটা হলেও কি? আলোর মাঝে থাকার মতো নয়!
নদীতে জোয়ার ভাটার সমন্বয় বলে একটা কথা আছে।
তাই বলে কি? মাঝি ভাটার সময় নৌকা বন্ধ রেখেছে?
মাঝিও নদীর সাথে সমন্বয় করে নদীর সাথে চলা শিখে গিয়েছে।
হয়তো অতি সহজে পার হয়ে যায়।
না হয় কষ্ট একটু বেশি হয়ে থাকে।
তাই বলে কি?
মাঝি নৌকা নদী থেকে উঠিয়ে নিতে পারবে?
দিন শেষে এপার থেকে ওপার যেতে হবে মাঝির
তা জানা রয়েছে।
যুদ্ধ থেকে পালানোর অজুহাত বীররা কখনো করে না।
পালিয়ে লাভ কি?
যুদ্ধ হেরে গেলে আমার অস্তিত্ব টিকিয়ে রাখা সহজ
হবে না।
ময়দানে অবস্থান করে পরাজয় ও আমার অবধান স্বীকৃতি দিবে।
জীবনের আঁধারের সময় গুলোতে।
আলোর প্রতি মননীবেশ করতে হবে।
প্রতিটি আঁধার রাতের পরেই।
প্রভাতের মিষ্টি আলো উঠে।
হতাশা নামক জুলুম থেকে,
নিজেকে নিজের ভালোবাসার চাদরে ঢেকে নিতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন