রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



ষড়যন্ত্রের মুখে নটরডেম শিক্ষার্থী রা

 




নটরডেমের ছাত্ররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে মিছিল করেছে। এই কাজটুকুর জন্য বাম ঘরানার প্রগতিশীল কিছু লোক পুলিশিং করতেছে। ছাত্রদের বিরুদ্ধে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে। এদের পেছনে কারো হাত আছে বলে পুরনো রাজনৈতিক খেলা খেলতেছে। কেউ কেউ বলছে নটরডেম শিবিরের আখড়ায় পরিণত হয়েছে। এই ক্লেইম করেই বুয়েটে আবরার ফাহাদকে হত্যার

 ভিত্তিপ্রস্তর তৈরি করেছিলো এই প্রগতিশীল ঘরানার লোকগুলো। আমি নটরডেমের ছাত্রদের জন্য আশঙ্কা করছি। তরুণ মেধাবী এসব ছাত্রদের ওপর শকুনের নজর পড়েছে। আমরা এসব পুলিশিং এর তীব্র নিন্দা জানাই। আর যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদের ইস্যুটিকেও রাজনৈতিক ইস্যু বলে চালিয়ে দিচ্ছে, 

তাদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এদেরকে খেয়াল রাখুন, এরা মুসলিমবিদ্বেষী। রাসূলের অপমানের পক্ষের লোক। একইসাথে এরা আবরার ফাহাদদের খুনের ভিত্তি প্রস্তুতকারী। এদের ইন্ধনেই নতুন কোনো খুন হতে পারে, আল্লাহ মাফ করুন। 


#I_stand_with_NotreDameians 

#Our_Prophet_Our_Pride




0/আপনার মতামত জানান