রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



বিনোদনের নামে উলঙ্গপনা ও অশ্লীলতা প্রদর্শনে টিভি সিনেমা।




বিনোদনের নামে উলঙ্গপনা ও অশ্লীলতা প্রদর্শনে টিভি সিনেমা। 

কথায় আছে মানুষ যা দেখে তাই শেখে দাজ্জালের নিষিদ্ধপল্লি এবং তার ছেলে সন্তান এবং তার বংশধর প্রজনন শালা হচ্ছে টিভি সিনেমা, ডিশ এন্টিনা হলিউড-বলিউড-ঢালিউড এর প্রতিদুর্গন্ধময় নোংরা জগতে বিনোদনের নামে মানুষ আজ যা দেখছে তাই শিখছে। 


তার আদর্শ কে জীবনের আষ্টেপৃষ্টে জড়িয়ে নিচ্ছে। ফলে, আজ মুসলিম দিনদার পরিবার থেকেও নারী পুরুষ কে এমন কিছু বাজে পোশাক পরিধান করে বের হতে দেখা যাচ্ছে, যা কোনো মুসলমানদের পোশাকই হতে পারে না। আজ তারা তাই পরিধান করে যা তারা সেই ফিল্মের নায়ক নায়িকা দের পরিধান করতে দেখে। আজ তারা তেমনই আচরণ করে যা তারা সেসব ফিল্মের অভিনেতা দের করতে দেখে। 

ইসলাম ও তার নববী আদর্শ কে ছেড়ে দিয়ে মুসলিম সমাজ আজ লাইফস্টাইল হিসেবে এসব হলিউড - বলিউড - ডবলিউ এর নগন্য কালচার কেই বেছে নিয়েছে। রাস্তাঘাটে বের হলেই দেখা যায় হাদিসের ভাষায় ফিনফিনে, স্কিনটাইট, কাপড় পরিধান করেও নগ্নতার দৃশ্য.! নিজেরাও একে অপরের প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন অঙ্গভঙ্গি নাড়িয়ে ও সাজুগুজু প্রকাশ করতে ব্যাস্ত। 


রাস্তা ঘাটে এসব নারী পুরুষ যেন সিনেমার নায়ক - নায়িকা! অনেক ক্ষেত্রে এসব ছেলে মেয়েরা তাদেরকেও ছাড়িয়ে যেতে চায়।


দাজ্জালের ছেলে সন্তান এবং বংশধর এই টিভি সিনেমার এসবের পেছনে শতভাগ অবদান। কোনো কালচার বা রীতি নীতি, আদর্শ ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত করতে এসব টিভি সিনেমা অব্যার্থ উপায় হিসেবে প্রমাণিত হয়েছে।


মানুষ এসব অনুষ্ঠানে যা দেখে, তাতেই মনোযোগী হচ্ছে, একটুও ভাবছে না যে, আমার আসল পরিচয় কি.? বা এতে কি আমার আত্মপরিচয় থাকছে কি বা না.? প্রিয় পাঠক,  নবী করিম সাঃ তিনি হাদিসে বলেন  যে ব্যক্তি কোনো দল, সমাজ, গোত্র বা কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে বা তাদের কর্মকাজে সন্তষ্টি প্রকাশ করবে সে যেন সে জাতি বা দল,  গোত্রেরই বলে বিবেচিত হবে। 


মানুষ আজ নিজের অজান্তেই জীবন থেকে ইসলাম কে ঝেটিয়ে বিদায় করে কুফুরী জীবনে প্রবেশ করছে।৷ পোশাক পরিচ্ছেদে কুফ্যার সাদৃশ্য গ্রহণ করে নিয়েছে।দাজ্জাল ও তার অনুসারীদের বংশ বিস্তারে সহায়তা করছে। এবং তাদের অনুসারী হতে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।  এমনি আধুনিকতার নামে নিজেকে বিলিয়ে দিচ্ছে ও নিজের সতিত্ব টাকেও দিয়ে দিচ্ছে। 


হাদিসের ভাষায় এসব উলঙ্গ পনা আর নগ্নতা ও নির্লজ্জতা কে ফ্যাশন হিসেবে মনে করছে.! 



1/আপনার মতামত জানান

একটি মন্তব্য পোস্ট করুন