রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



ব্রেকিং নিউজ । অবশেষে পাওয়া গেছে আবু ত্বহা মুহাম্মাদ আদনানের লোকেশন। উসামা নিউজ 24,

ছবি : সংগ্রহীত 

 


আবু ত্বহার আপডেট : 

সম্প্রতি যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ইস্যুর মধ্যে আবু ত্বহা মুহাম্মাদ আদনান এর গুম হওয়ার বিষয় টি খুবই স্পষ্ট।  তবে এনিয়ে সাধারণ মানুষের কলম চললেও, চলেনি মিডিয়া মুখি সাংবাদিক দের, তবে আমাদের সবার জনপ্রিয় একজন প্রিয় মানুষ face the people এর সঞ্চালক মিডিয়া ব্যাক্তিত্ব মুহাম্মাদ সাইফুর রহমান সাগর ভাই তিনি কিন্তু এ বিষয় টি তে কখনই থেমে থাকেন নি এখন অব্দি ব্যাস্ত আছেন ত্বহার বিষয় টি তে।

তিনি গতকাল বৃহস্পতিবার (১৭জুন) তার সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন একাউন্টে আবু ত্বহার আপডেট নিয়ে একটি বিবৃতি দিয়েছেন, তিনি বলেন “আমাদের সাথে ত্বহার পরিবার ও তাঁর আইটি সাপোর্টার টিমের সাথে যোগাযোগ হয়”। 




তদের কাছে আদনানের জিমেইল ও ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম গুলোর প্রবেশ গোপন নাম্বার থাকার কারণে ফোন ট্রেকার দিয়ে তার আবু ত্বহার লোকেশন ট্রেক করতে সফল হয়। সেই অনুযায়ী আদনানের শেষ  লোকেশন দেখা যায়  বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা DG Fi এর প্রধান অফিসে। 

“সেসব ট্রেকিং স্ক্রিনশট আমাদের কাছে সংরক্ষিত আছে” এবং আইটি এক্সপার্ট দের সাথে  বারবার কথা বলে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন face the people এর সঞ্চালক সাইফুল রহমান সাগর ভাই। সাইফুল রহমান সাগর তিনি আরো বলেন  “সরকার ও গোয়েন্দা সংস্থার সাহায্যার্থে স্ক্রিনশট টি আমরা সবার কাছে শেয়ার করলাম”। অধিকতর নিশ্চিত হবার জন্য গোয়েন্দা সংস্থার সাহায্য কামনা করছে আদনানের পরিবার।




তথ্য সুত্র: face the pepole 





প্রিয় পাঠক, একটু ভেবে দেখুন আমাদের বাংলাদেশ আজ কোন অবস্থানে আছে। সাধারণ একজন মানুষেরই নিরাপত্তা দিতে খুব সহজেই  ব্যার্থ হয়ে যায়, হোক সে ব্যার্থতা প্রশাসনের প্রয়োজনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। একজন দেশের সাধারণ মানুষের জান, মালের দায়িত্ব সর্বাগ্যে পালন করার কথা এদেশের নিরাপত্তা বাহিনী প্রশাসনের অথচ তার আজ ব্যার্থতা দেখাচ্ছে দেশ ও জণগণ কে।


 একজন সাধারণ আলেমে দীন যিনি কিনা সদা সর্বদা নবী করিম সাঃ এর আদর্শ বুকে লালন করে পুরো মুসলিম উম্মার খেদমতে নিজের জীবন টা কে বিলিয়ে দিচ্ছেন,  শেষ জামানার ফেতনা - ফাসাদ ও বিপর্যয় থেকে দেশবাসীকে সচেতন করছেন তবুও তিনার অনেক দোষ গেয়ে বেড়াচ্ছে অনেকেই। 

সবার মাঝে একটি ভালো বাসার পাত্র হিসেবে গ্রহণ হয়েছিলেন আবু ত্বহা আল আদনান। তবে তিনিও দুর্বিত্ত দের হাত থেকে রেহায় পেলেন না। এমন কি তিনার পক্ষে তেমন বড়ো সড়ো প্রতিবেদনও চোখে পড়েনি। তিনি শেষ জামানার ফেতনা ও দাজ্জাল এর বিষয় গুলো নিয়ে খুব ভালো বিশ্লেষণ করেন। 


 তবে দাজ্জালের বিরুদ্ধে বলতে গেলে সেখানে ইসরায়েলের টপিক সামনে এসে যায় অটোমেটিক  কেননা দাজ্জাল বড়ো ভুমিকাটিই থাকবে ইসরায়েল এ। সেই ইসরায়েলের ইসলাম বীরুধ বক্তব্য গুলো তিনি প্রদান করে থাকেন এটাই তার অপরাধ  তিনি কেন ইসরায়েলের বিপক্ষে বলেন। আহ, আফসোস বড়ো আফসোস।  


প্রিয় পাঠক.!  আপনাদের কাছে যদি উল্লেখযোগ্য কোনো বিষয়/ঘটনা  বা তথ্য বা তাৎক্ষনিক কোনো নিউজ থেকে থাকে তাহলে আমাদের ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা : www.osamanews24@gmail.com



1/আপনার মতামত জানান

একটি মন্তব্য পোস্ট করুন