নরসিংদীতে রাস্তার পাশে মুমূর্ষ অবস্থায় পাওয়া গেছে মাওলানা মাহমুদুল হাসান গুনবী কে, এমনটাই জানিয়েছেন অপরিচিত এক ফোন কলার,
এমনকি মাওলানা মাহমুদুল হাসান গুনবী সাহেবকে গুরুতর অবস্থায় থাকায় খুব দ্রুত চিকিৎসা বাবদ কিছু টাকার প্রয়োজন বলে জানিয়েছেন সেই অপরিচিত ফোন কলার।
এ সংবাদটি জানার সঙ্গে সঙ্গেই তার ছোট ভাই পাগলপারা হয়ে তাৎক্ষণিক ভাবে কিছু অর্থ জোগাড় করে সেই অপরিচিত ফোন কলার কাছে পাঠিয়ে দেন দ্রুতগতিতে ভালোভাবে চিকিৎসা করানোর জন্য।
অতঃপর যখন আল্লামা মাহমুদুল হাসান গুনবী সাহেব এর জন্য সেই নরসিংদী হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন ঠিক সেই মুহূর্তেই সেই অপরিচিত ফোন কলার কে সক্রিয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন এবং সে টাকাগুলো হাতে পাওয়ার পর পরই তার মোবাইল ফোনটিও বন্ধ করে রেখেছেন।
উক্ত কলারের দেয়া সংবাদটি পুরোপুরি ভুয়া বলে অবহিত করেছেন ফেস দ্যা পিপল কে আল্লামা মাহমুদুল হাসান গুনবী সাহেবের পরিবার-পরিজনের এই বিপদ মুহূর্তে তাদের আবেগ নিয়ে খেলা করছেন কিছু মানুষ, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু তা না হয়ে তাদের সাথে তাদের আবেগ নিয়ে তাদেরই দুঃখের সময়ে রং তামাশা ও খেলাধুলা করে যাচ্ছে কিছু লোকজন।
ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে মাওলানা মাহমুদুল হাসান গুনবী সাহেব তিনি তার ওস্তাদের সাথে সাক্ষাতের জন্য নোয়াখালীতে গেলে আনুমানিক সাতটার দিকে সাদা পোশাকধারী কিছু লোক এসে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন উক্ত এলাকার স্থানীয় বাসিন্দারা।
মাওলানা মাহমুদুল হাসান গুনুবি সাহেবের পরিবার যখন এই বিষয়টি জানতে পারে তাৎক্ষণিক ভাবে তারা হুজুরের সন্ধানের জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করতে থাকে, কিন্তু কোন থানা থেকেও কোনো সন্ধান দিতে পারেনি তার ফ্যামিলিকে।
এ নিয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন থানায় জিডি করার জন্য গিয়েছিলেন কিন্তু কোন প্রকার জিডি নিতে অস্বীকার জানান প্রশাসনের লোকজন।
উক্ত ঘটনাটি ঘটে গেল প্রায় অনেকদিন হয়ে গেল কিন্তু আজ অবধি তার কোন প্রকার সন্ধান পাওয়া যাচ্ছে না, এমনকি সরকার বা প্রশাসনিকভাবেও কোন দায়িত্ব নিচ্ছেন না তার ব্যাপারে।
প্রখ্যাত ওয়াজ ও একজন দাঈ মাওলানা মাহমুদুল হাসান গুনবীর সন্ধান চেয়ে শুক্রবার 9 জুলাই সকাল দশটার দিকে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরাম অফিসে লিখিত আকারে বক্তব্য পেশ করেন মাওলানা মাহমুদুল হাসান গুনুবি সাহেবের স্ত্রী 'তাহুরা নাজনীন'
একটি মন্তব্য পোস্ট করুন