রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



শোনা কথা কখনো দেখার মতো নয়। osamanewsbd24, osamanews24,

 



আল্লাহর রাসুল ﷺ বলেছেন শোনা কথা কখনো দেখার মতো নয়, তা যতটা-ই সত্য হোকনা কেন‚ কিন্তু আমাদের সমাজের প্রায় লোকগুলোই এই রোগে আক্রান্ত। অর্থাৎ কোনো ব্যাপার পরিপূর্ণ  না দেখে না জেনেই অল্পতেই বুলি আওড়াতে থাকি‚ যারফলে আমরা নিজেরাই নিজেদের  মাঝে ফাসাদ সৃষ্টি করি‚ আর সমাজে বিশৃংখলা ছড়াতে থাকি। 


আর কারো ব্যাপারে মন্তব্য করতে গিয়ে উঠেপড়ে লাগি হয়তো তাকে ফুটিয়ে তুলতে নয়তো তাকে দাবিয়ে দিতে‚এটিই হলো আমাদের সভাব‚ কারো সম্পর্কে ইতিবাচক বা নীতিবাচক ধারণা রাখার ক্ষেত্রে তার সম্পর্কে অনেক জ্ঞান রাখতে হয়,অল্প শুনে/অল্প জেনেই মন্তব্য করাটা মুর্খতা‚ আমরা  নিজের অজান্তে অযথাই গুনাহগার হয়ে যাই 


 কিন্তু কেন?  কি প্রয়োজনে? বা কিসের লক্ষ্যে? এমন মুর্খতা কেনইবা সমাজ ছড়াতে থাকি তা আমদের অজানা। সুতরাং আসুন আমাদের জীবনের প্রত্যেক টা কদমে কদমে রাসুল সাঃ'র অনুসরণ অনুকরণ/আদর্শ বা সুন্নাহ'র পথের দিকে চলি তাহলে-ই সমস্ত তর্কিত-বিতর্কিত ফেতনা ফাসাদ থেকে বিরত থেকে সুন্দর জীবন উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ! 

 ❝ মুহাম্মাদ উসামা ❞





قال رسول الله صلى الله عليه وسلم: لا يمكن رؤية ما يسمع مهما صدقه ، ولكن معظم الناس في مجتمعنا مصابون بهذا المرض. وهذا يعني ، دون رؤية أي شيء كاملاً ، ودون معرفة ذلك ، نستمر في نطق الكلمات قليلاً - ونتيجة لذلك نخلق الفساد فيما بيننا - ونستمر في نشر الفوضى في المجتمع. 


من عادتنا أن يكون لدينا الكثير من المعرفة عن شخص ما ، وأن يكون لدينا فكرة إيجابية أو مبدئية عن شخص ما ، فمن الحماقة الإدلاء بتعليق بعد سماع القليل / معرفة القليل نحن عديم الفائدة عن غير قصد. أصبحت آثم 


 لكن لماذا؟ ما هي الحاجة؟ أو لأي غرض؟ لا ندري لماذا ينتشر هذا الغباء في المجتمع. فلنسير على طريق النبي صلى الله عليه وسلم باتباع خطى النبي صلى الله عليه وسلم خطوة بخطوة في كل خطوة في حياتنا فنكون قادرين. للتمتع بحياة جميلة دون أي جدل. 

  محمد أسامة



প্রিয় পাঠক ভাই ও বোন। 

উক্ত কথা গুলো যদি আপনাদের কাহারো ভালো কি বা খারাপ ইতিবাচক বা নেতিবাচক ধারণা থেকে থাকে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য গুলো এই পোস্ট এর কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাহলে হয়তো বা আপনাদের দেয়া মতামত বা মন্তব্য গুলো বিবেচনা করতে পারব। ইনশাআল্লাহ 


1/আপনার মতামত জানান

একটি মন্তব্য পোস্ট করুন