
( উসামা নিউজ ২৪ )
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এমন একটি অনলাইন প্লাটফর্ম... যেখানে হর-হামেশাই ঘুরো ঘুরি করে থাকেন লোকজন। এর নেই কোনো বিশ্রাম, দিন রাত চব্বিশ ঘণ্টাই ব্যাবহৃত হয় মানুষের প্রয়োজনে। এর মাধ্যমে আমরা প্রতি মুহুর্তেই পেয়ে যাচ্ছি নিত্যনতুন খবরাখবর। আরো কিছু কিছু বিষয় যা চেপে রাখা হয়েছিলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাও মুহুর্তের মধ্যেই জেনে যাচ্ছি আমরা।
খেলাধুলা জগতের অন্যতম একটি খেলার নাম হচ্ছে ফুটবল , যা সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে পৌছে গিয়েছে। আর সেই খেলার বর্তমান কেন্দ্রবিন্দু হিসেবে অনেকেই লক্ষ্য করছে আর্জেন্টিনা তার পাশাপাশি ব্রাজিল কে। আর্জেন্টিনা এবং ব্রাজিল এটি দু দেশের নাম। যে দুই দেশের সেরা দুজন ফুটবল প্লেয়ার যাদের একজনের নাম 'মেসি ও আরেকজনের নাম নেইমার হিসেবে খ্যাত। দুজনেই জনপ্রিয় খেলোয়াড়, যাদেরকে কেন্দ্র করেই দু দেশের নাম উজ্জ্বল হয়েছে। তারা হলেন খেলাধুলায় ফুটবল জগতের তারকা। তাদের ফলোয়ার/সাপোর্টার সারাবিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে।

শুধু ভিন দেশেই নয় বরং আমাদের বাংলাদেশও আছে তাদের সাপোর্টার/সমর্থক।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও যাতে দেখা যাচ্ছে টাঙ্গাইলের একটি গ্রামে দুজন ব্যাক্তি যার একজন আর্জেন্টিনা এবং অন্যজন ব্রাজিলের সাপোর্টারের তাদের মধ্যে এই দু দলের অতীতের ভালো মন্দ খেলার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তার একপর্যায়ে ঝগড়াঝাটি শুরু হয়।
এমনকি একটা পর্যায়ে তাদের দুজনের মধ্যে আক্রমনাত্মক ভাব চলে আসে যার ফলে উভয়েই মারামারি তে লিপ্ত হয়। মারামারির এক পর্যায়ে তাদের জামাকাপড় ছিড়ে যায়। এ ঘটনা ঘটার সাথে সাথে এলাকার কয়েকজন লোক তাদের কে ফিরানোর চেষ্টা করে। তবুও থামছে না তাদের জিদি কর্মকাণ্ড।
বড়ো আশ্চর্যের ব্যাপার.! সামান্য খেলা নিয়ে বা নেইমার মেসির নাম নিয়ে এরকম ঘটনা বাংলাদেশে একটি দুটি নয় বরং হাজার হাজার ঘটতে দেখেছে জনগণ। এমনকি তাদের অন্ধ ভক্ত হয়ে নিজেদের মুল্যবান যান/জীবন টুকুও দিয়ে দিচ্ছে তারা, একটুও দিদা বোধ করছে না অনেকেই। আফসোস.! বড়ো আফসোস হয় তাদের জন্য। অন্যের পেছনে অন্ধের মতো না মেতে, নিজেদের মুল্যবান সময় টুকু কাজে লাগান। কি হবে এই খেলাধুলা নিয়ে তর্কবিতর্ক বা জান কোরবান করে। কিসের এতো লাভ.? কিসের এতো মধু.? আফসোস.! বড়োই আফসোস।
একটি মন্তব্য পোস্ট করুন