অবশেষে পাওয়া গেলো সমাধান! মুর্গি আগে নাকি ডিম আগে এসেছে।
ডিম আগে নাকি মুরগী???
এরকম ই অনেক অবাক করা প্রশ্ন বা ধাঁধা আমাদের সমাজে প্রচলিত আছে যার কোনো উত্তর হয় না বা হতে পারে না বলেই আমরা জানি।কিন্তু এবার এই প্রচলিত কথা কে ভুল প্রমাণ করলো আমেরিকার এক দল গবেষক। অর্থাৎ ধাঁধা টা এখন আর অনর্থক তথা আজগুপি প্রশ্ন থাকছে না।
সেই দীর্ঘকাল ধরে চলে আসা এই প্রশ্নের উত্তর মিলল এবার। আমেরিকার এক দল গবেষক দীর্ঘ তিন বছরের গবেষণা শেষে এক স্বনামধন্য ওয়েব সাইট এ এই প্রশ্নের উত্তর দেন।
অনেক আগে থেকেই শুনে আসছি বিভিন্ন রকম কথাবার্তা, সম্মুখীন হতে হয়েছে অনেক কুয়েশ্চন এর
ও দিয়েছি অনেক ধাদা'র উত্তর কিন্তু এমন কিছু কুয়েশ্চন বা ধাদার সম্মুখীন হয়েছি যা আমাদের প্রায় সবারই ভ্রু কুচকে দিয়েছে। সে সকল ধাদা বা কুয়েশ্চন এর মধ্যে এই ধাদা বা কুয়েশ্চন টি ছিল খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ - মুরগী আগে নাকি ডিম আগে - বেপার টি ভাবলেই কেমন যানি সহজ আবার কেমন যানি কঠিন কঠিন মনে হতো। তবে অনেকেই বুঝে না বুঝেই এর উত্তর দিতো - মুুুরগী আগে। আবার
ডিমের আগে মুরগি! অনেক
হাসি দিয়ে একে অপরকে জিজ্ঞাসা করুন তবে, অনেকে এ বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার পরেও এই সমস্যাটি সমাধান করতে পারেনি। সমাজবিজ্ঞানীরা এই ধাঁধাটি সমাধান করার জন্য লড়াই করেছেন। কারণ যুক্তি দিয়ে এই রহস্যটি সমাধান করা কার্যত অসম্ভব। অনেকে দার্শনিক উপায়ে বলেছেন যে এই প্রশ্নটির শুরু নেই এমন একটি বৃত্তের মতো।
তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এই ধাঁধাটি সমাধান করেছে। আসল সত্যটি প্রকাশ পেয়েছে একটি ওয়েবসাইটে। আমেরিকান সাংবাদিক রবার্ট ক্রুলভিচ এই জটিল ধারণা সম্পর্কে তথ্য জানতে অনেক গবেষণা করেছেন। অনেক নিদ্রাহীন রাত কাটিয়েছি। তারপরে উত্তর মিলেছে। এনপিআর নামের একটি মার্কিন ওয়েব'সাইটে ফলাফল প্রকাশিত হয়ে'ছিল।
বলা হয়ে থাকে যে হা'জার হাজা'র বছর আগে, মুরগির অনু'রূপ একটি বৃহত পাখি পৃথিবীতে বাস করত।
যদিও প্রাগৈতি'হাসিক পাখি জিনগতভাবে মুরগির খুব কাছা কা'ছি ছিল, এটি মোটেও মুরগি ছিল না। বি'জ্ঞানী'দের মতে এটি আস'লে এক ধরণের 'প্রোটো-মুরগি' ছিল। মুরগির প্রাচী'নতম পূর্বসূরি একটি ডিম দেয়। সেই ডিম'টিতে পুরুষ স'ঙ্গী বেশ কয়ে'ক টি নতুন বৈশিষ্ট্য যুক্ত করে।
Omg
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন